অ্যাকসেসিবিলিটি লিংক

ইরানি হ্যাকারদের আক্রমণের লক্ষ্যবস্তু যুক্তরাষ্ট্রের সামরিক ও প্রতিরক্ষা দপ্তর


ফাইল ফটো : আন্তর্জাতিক আনবিক কমিশনের বাইরে ইরানের জাতীয় পতাকা
ফাইল ফটো : আন্তর্জাতিক আনবিক কমিশনের বাইরে ইরানের জাতীয় পতাকা

ইরান, দৃশ্যত সাইবার হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও পশ্চিমি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে তাদের প্রচারণা বৃদ্ধি করেছেI তারা সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সদস্য ও প্রতিরক্ষা সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করার প্রচারণা শুরু করেছেI

ফেইসবুকে টোরটোএজ নামের একটি গ্ৰুপের মাধ্যমে তেহরান, তাদের সর্বশেষ অভিযানটি পরিচালনা করেI সেই লক্ষ্যে তারা চৌকষ কতগুলি উদ্যোগ যেমন, অনলাইনে বেনামি হয়ে যুক্তরাষ্ট্রের সেনা সদস্য ও শীর্ষ প্রতিরক্ষা সংস্থার কর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালায়I

তেহরানের এই হ্যাকার তৎপরতার পেছনে অভিজ্ঞ ও অবিচলিত ব্যবস্থাপনার আলামত পাওয়া যায়I করা নেপথ্যে এই অভিযানের পেছনে, তা ঢাকবার সুনিপুন ব্যবস্থা নেয়া হয়েছে I ফেইসবুক কর্তৃপক্ষ বৃহস্পতিবার তাদের ব্লগারপোস্টে এই তৎপরতাকে বৃহত্তর আন্তঃ সাইবার গোয়েন্দা তৎপরতা বলে উল্লেখ করেI

যুক্তরাজ্য ও অন্যান্য ইউরোপীয় কয়েকটি দেশও তাদের লক্ষ্যবস্তুর শিকার হয়েছেI ফেইসবুক জানায়, হ্যাকাররা সেইসব দেশের নিয়োগকারী ও প্রতিরক্ষা দপ্তর এবং বিমান সংস্থার কর্মচারী হিসাবে পরিচয় দেয়, যেসব দেশকে তারা লক্ষ্যবস্তু করেছেI অনেকেই আবার পর্যটন শিল্প, ঔষধ, সাংবাদিকতা, এনজিও বা বিমানসংস্থার প্রতিনিধি হিসাবে পরিচয় দিয়ে থাকেI

ফেইস বুক জানায়,তারা ইরানের সংশ্লিষ্টতার চিহ্ন খুঁজে পেতে সমর্থ হয়েছে, কারণ এই ম্যালওয়ারের উদ্ভাবক হচ্ছে, মাহাক রায়ান আফরোজ নামের একটি প্রযুক্তি সংস্থা, যাদের সঙ্গে রেভুলুশনারি গার্ড কোরের সংশিষ্টতা রয়েছেI

(এএফপি)

XS
SM
MD
LG