আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জিয়ুলিয়ানির বিরুদ্ধে ডোমিনিয়ন ভোটিং সিস্টেম কোম্পানি মানহানির মামলা করেছে। যুক্তরাষট্রের নির্বাচনের ফলাফলকে প্রত্যাহার করার প্রচেষ্টায় জুলিয়ানী ১ মাসের ওপরে " ডোমিনিয়ন ভোট গ্রহণ পদ্ধতির কার্যকারীতা ত্রুটিপূর্ণ ছিল বলে যে ব্যাপক প্রচারণা তিনি চালান সেই অভিযোগ ঐ মামলায় উত্থাপন করা হয়।
যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মার্ক সোমবার জানিয়েছেন যে কোভিড-19 টিকার ফেইজ 1-এর হতাশাব্যাঞ্জক ফলাফলের কারণে তারা ভ্যাকসিন তৈরির গবেষণা বন্ধ করবে এবং এর পরিবর্তে করোনা রোগের চিকিৎসার উন্নয়নের দিকে মনোনিবেশ করবে।
ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফ্যাম সোমবার জানিয়েছে যে, কোভিড-19 মহামারী চলাকালীন সময়ে বিলিয়নিয়াররা--- যেমন অ্যামাজনের জেফ বেসস এবং টেসলার ইলন মাস্কের সম্পদ বেড়েছে, কিন্তু বিশ্বজুড়ে দরিদ্র মানুষের সার বছর ধরেই কষ্ট করছে। অক্সফ্যাম এই বৈষম্য মোকাবেলায় পদক্ষেপের নেয়ার দাবি জানিছে।