অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন আমাদের বিবেচনায় নেই: বাইডেন 


ফাইল ছবি, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেনিভায় ভিলা লা গ্রাঞ্জেতে যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ বৈঠকে মিলিত হন, ১৬ই জুন, ২০২১, ছবি মিহাইল মেৎজেল/রয়টার্স
ফাইল ছবি, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেনিভায় ভিলা লা গ্রাঞ্জেতে যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ বৈঠকে মিলিত হন, ১৬ই জুন, ২০২১, ছবি মিহাইল মেৎজেল/রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার বলেন, ইউক্রেনকে অধিগ্রহণের জন্য সম্ভাব্য রুশ অভিযান মোকাবেলা করতে তিনি ইউক্রেনে যুক্তরাষ্ট্র সেনা মোতায়েনের নির্দেশ দেবেন না।

হোয়াইট হাউজের দক্ষিণ লনে সংবাদদাতাদের বাইডেন বলেন,"এটি আমাদের বিবেচনাধীন নয়"। রাশিয়ার ইউক্রেন অভিযানে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে একতরফাভাবে শক্তি প্রয়োগ করবে, এমন চিন্তাধারা এই মুহূর্তে আমাদের বিবেচনায় নেই, তবে যা ঘটতে চলেছে তার পরিণাম হবে ভয়াবহ"।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ২ ঘন্টাব্যাপী ভার্চুয়াল আলোচনার একদিন পরে বাইডেন এই মন্তব্যটি করলেন। পরে তিনি জানান ইউক্রেনের সীমান্তজুড়ে রাশিয়ার ব্যাপক সেনা সমাবেশের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের "গভীর উদ্বেগ" রয়েছে এবং রাশিয়া যদি দেশটির বিরুদ্ধে অভিযান চালায়, তবে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে তার পাল্টা জবাব দেয়া হবে।

হোয়াইট হাউজ ও পেন্টাগনের কর্মকর্তারা বুধবার জোর দিয়ে বলেন যে, যুক্তরাষ্ট্রের সেনা সেখানে পাঠানোর সম্ভাবনা বাদ দিলেও, অন্যান্য বহু উপায়ে ওয়াশিংটন কিয়েভের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে পারে।

প্রতিরক্ষানীতি বিষয়ে আন্ডার-সেক্রেটারি কলিন কাহল, চলমান গোলাবারুদ, জেভেলিন ট্যাংক প্রতিরোধ ব্যবস্থা, মর্টার রাডার বিরোধী এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার উল্লেখ করে বলেন, ইউক্রেনের আত্মরক্ষায় সহায়তা দিতে আমরা অন্যান্য বিকল্প ব্যবস্থার সম্প্রসারণ ঘটাতে পারি। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক স্যালিভান প্রশাসনের সহায়তার স্বপক্ষে আরও কথা বলেন।

স্যালিভান সম্মেলনের উদ্দেশ্যে বলেন, “সক্রিয়তার অর্থ হচ্ছে আলোচনার আয়োজন করা।আমরা ইউক্রেনের সামরিক বাহিনীর প্রতিরক্ষা সহায়তায় আগে থেকে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় যে কোনো প্রশাসনের চাইতে অনেক বেশি করেছি"।

//এই প্রতিবেদনের কিছু তথ্য এপি ও রয়টার্স থেকে নেয়া//

XS
SM
MD
LG