অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন


সন্ত্রাসবাদ ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার লক্ষ্যে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস, ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

আলোচনার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের কর্মকর্তারা বলেছেন বৈঠকে আলোচনায় অন্তর্ভুক্ত থাকবে “পাকিস্তানের ভূমিতে সূচীত সন্ত্রাসী ও চরমপন্থীদের হামলা”।

রাইস, রবিবার ইসলামাবাদে, প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করার পর, পাকিস্তানী নেতার দফতর আলোচনার বিষয় নিয়ে বিস্তারিত আর কিছু বলেনি। কর্মকর্তারা উল্লেখ করেছেন যে দ্বিপাক্ষিক স্বার্থ এবং পাকিস্তান – যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ এর উপরই তারা মনোযোগ দেন।

রাইস, রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান কার্যালয়েও যান। সেখানে তিনি পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল রাহিল শারীফের সঙ্গে কথা বলেন।

XS
SM
MD
LG