অ্যাকসেসিবিলিটি লিংক

নেভাডা রাজ্যে ক্লিন্টন স্যান্ডার্সকে পরাজিত করেছেন, সাউথ ক্যারোলাইনায় ট্রাম্প জয়ী হয়েছেন


Republican presidential candidate Donald Trump, left, won South Carolina's Republican primary, while Democratic presidential candidate Hillary Clinton won Nevada's Democratic caucuses, Feb. 20, 2016.
Republican presidential candidate Donald Trump, left, won South Carolina's Republican primary, while Democratic presidential candidate Hillary Clinton won Nevada's Democratic caucuses, Feb. 20, 2016.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়ায় ডেমোক্রাট দলের নেভাডায় অনুষ্ঠিত ককাসে হিলারি ক্লিন্টন অল্প ভোটের ব্যবধানে সেনেটার বার্নী স্যান্ডার্সকে পরাজিত করেন।

বিশ্লেষকরা বলেন ক্লিন্টনের বিজয় এটাই প্রতীয়মান করে যে জাতীয় পর্যায়ে তাঁর প্রতি জোরালো সমর্থন রয়েছে। এবং স্যান্ডার্সকে, যুব সমাজ ছাড়াও ডেমোক্রাটসদের আকৃষ্ট করার জন্য আরও কিছু করতে হবে। যুব সমাজ, স্যান্ডার্সের নির্বাচন অভিযানের প্রধান একটা অংশ।

হিলারি ক্লিন্টন বলেন "অনেকের হয়ত আমাদের ব্যাপারে সন্দেহ ছিল কিন্তু আমরা কখন একে অপরের ব্যাপারে দ্বিধা প্রকাশ করিনি। এ বিজয় আপনাদের জন্য। আমি সেনেটার স্যান্ডার্সকে অভিন্ন্দন জানাই জোরালো প্রতিদ্বন্দ্বিতার জন্য। আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই রাজ্যের প্রতিটি কোনায় প্রতিশ্রুতি ও লক্ষ্য নিয়ে উপস্থিত হওয়ার জন্য।”

স্যান্ডার্স তাঁর সমর্থকদের কাছে ভবিষ্যতবানী করেন, "আমার বিশ্বাস ডেমোক্রাটরা যখন ফিলাডেলফিয়ায় জুলাই মাসে সম্মেলনে সমবেত হবে, তখন আমরা একটা ব্যাপক রাজনৈতিক অপ্রত্যাশিত ঘটনার ফলাফল দেখবো যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে আগে কখনও হয়নি।”

রিপাবলিকানদের তরফে ব্যবসায়ী ডনাল্ড ট্রাম্প সবচাইতে এগিয়ে আছেন। তিনি শনিবার সাউথ ক্যারোলাইনার প্রাথমিক নির্বাচনে জয়ী হন এবং তার আগে নিউ হ্যম্পশারে জয়ী হন।

ডনাল্ড ট্রাম্প বলেন "আমরা আগামীকাল সকালে ফিরে আসবো। আমি অন্যান্য প্রার্থীদের অভিনন্দন জানাতে চাই। প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা সহজ নয়। খুব কঠিন কাজ এটা। এটা নির্মম। কিন্তু আপনি জয়ী হলে সেটা চমৎকার। আমরা দেশের বিজয়ের জন্য কাজ করবো।

জেব বুশ গতকাল তাঁর নির্বাচনীপ্রচার অভিযানের অবসান ঘটান।

XS
SM
MD
LG