অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প নেভাডা রাজ্যে রিপাবলিকান ককাসেসে বিপুল ভোটে জয়লাভ করেন


Republican presidential candidate Donald Trump, is flanked by his two sons, Donald Trump Jr., left, and Eric, while speaking at a caucus night rally Tuesday, Feb. 23, 2016.
Republican presidential candidate Donald Trump, is flanked by his two sons, Donald Trump Jr., left, and Eric, while speaking at a caucus night rally Tuesday, Feb. 23, 2016.

ধনকুবের ডনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন প্রার্থীত্বে মঙ্গলবার আরেকটি রাজ্যে জয়লাভ করেন। তিনি নেভাডা রাজ্যে বিপুল ভোটে ককাসেসে জয়লাভ করেন।

চুড়ান্ত ফলাফলে দেখা যায় ট্রাম্প পেয়েছেন ৪৬ (ছেচল্লিশ) শতাংশ ভোট। ফ্লরিডার সেনেটর মার্কো রুবিওর চাইতে অনেক বেশি ভোট পেয়েছেন তিনি। রুবিও পেয়েছেন ২৪ শতাংশ ভোট। টেক্সাসের সেনেটর টেড ক্রুজ ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছেন।

এ মাসের গোড়াতে নিউ হ্যাম্পশার ও সাউথ ক্যারোলাইনায় প্রাথমিক নির্বাচনে জয়লাভের পর ট্রাম্প পর পর এই তৃতীয় প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন। পয়লা মার্চ প্রায় ডজন খানেক রাজ্যে প্রাথমিক নির্বাচন হবে।

ট্রাম্প তার বিজয় ভাষণে বলেন পন্ডিতরা যদিও ভবিষ্যতবানী করেছিলেন তার নির্বাচনী অভিযান বেশি দূর এগুবে না। তা সত্বেও তিনি তার কথায় “দেশ জয় করছেন।”

XS
SM
MD
LG