অ্যাকসেসিবিলিটি লিংক

অ্যারিজোনা রাজ্যে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ


A member of the audience (R) throws a punch at a protester as Republican Presidential candidate Donald Trump speaks during a campaign event in Tucson, Arizona March 19, 2016.
A member of the audience (R) throws a punch at a protester as Republican Presidential candidate Donald Trump speaks during a campaign event in Tucson, Arizona March 19, 2016.

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন প্রার্থীদের মধ্যে যে পাঁচজন এখনও আছেন তারা আরও দুটো প্রাথমিক নির্বাচন ও ককাস প্রতিদ্বন্দ্বিতার জন্য ভোটারদের সমর্থন সংগ্রহের লক্ষ্যে প্রচার অভিযান চালাচ্ছেন। রিপাব্লিকান দলে যিনি এগিয়ে আছেন ডনাল্ড ট্রাম্প, তিনি বিতর্ক সৃষ্টি করছেন।

শনিবার মেক্সিকান সীমান্তের কাছে অ্যারিজোনা রাজ্যে ট্রাম্পের সমাবেশ বন্ধ করার লক্ষ্যে প্রতিবাদকারীরা তাদের সব গাড়ি, রাস্তার মাঝখানে রেখে দেয় এবং যানজট সৃষ্টি করে।

কয়েকজনের হাতে ব্যানার ছিল যাতে লেখা ছিল ডাম্প ট্রাম্প অর্থাৎ ট্রাম্পকে বাদ দিন। তিনজনকে গ্রেপ্তার করা হয়।

ডেমোক্রাটিক দলে যিনি পিছিয়ে আছেন ভার্মন্টের সেনেটার বার্নী স্যান্ডার্স, তিনিও শনিবার অ্যারিজোনা-মেক্সিকান সীমান্তে প্রচার অভিযান চালান।

XS
SM
MD
LG