অ্যাকসেসিবিলিটি লিংক

ডেমোক্রেটরা বানোয়াট জরিপ গনমাধ্যমে তুলে ধরে, আমাদের ভোট চাপা দেয়ার চেষ্টা করছে: ডনাল্ড ট্রাম্প


যুক্তরাষ্ট্রে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডনাল্ড ট্রাম্প সোমবার অভিযোগ করেছেন যে, তার সমর্থন কমে গেছে এবং ডেমোক্রেট প্রার্থী হিলারী ক্লিনটন এগিয়ে আছেন, এটা দেখাতে ডেমোক্রেটরা বানোয়াট জরিপ তৈরী করছে।

৮ নভেম্বরের নির্বাচনে জয়ী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ন রাজ্য ফ্লোরিডায় কৃষকদের উদ্দেশ্যে দেয়া এক ভাষনে ডনাল্ড ট্রাম্প বলেন, “ঐ গুলো বানোয়াট জরিপ, যা ভুয়া গনমাধ্যমে তুলে ধরে, আমাদের ভোট চাপা দেয়ার চেষ্টা করছে।“

তিনি হিলারী ক্লিনটনের চেয়ে পিছিয়ে পড়েছেন- এমন কথা তাঁর ক্যাম্পেইন ম্যানেজার তাঁকে জানানোর একদিন পর তিনি বলেন, “আমরা এই প্রতিযোগিতায় জয়ী হচ্ছি। আমি সত্যিই বিশ্বাস করি, আমরা জয়ী হচ্ছি।“

মিথ্যা গনমাধ্যম জরিপের বিষয়ে ডনাল্ড ট্রাম্প কোন প্রমান দেননি। বিভিন্ন জাতীয় জরিপে দেখা যাচ্ছে যে, ডনাল্ড ট্রাম্পের চেয়ে হিলারী ক্লিনটন ছয় শতাংশ বা তার চেয়ে বেশী সমর্থনে এগিয়ে আছেন।

XS
SM
MD
LG