অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র সিনেট সরকারের বায়ভার ও ঋণের সময়সীমা বাড়াতে ব্যর্থ হলো


সিনেটে রিপাবলিকান সংখ্যালঘু নেতা মিস মাকনেল সরকারের ব্যায়ভার বিলে ভোট দিতে যাচ্ছেন ২৭শে সেপ্টেম্বর, ২০২১, ছবি ,জে স্কট আপেলহোয়াইট/এপি
সিনেটে রিপাবলিকান সংখ্যালঘু নেতা মিস মাকনেল সরকারের ব্যায়ভার বিলে ভোট দিতে যাচ্ছেন ২৭শে সেপ্টেম্বর, ২০২১, ছবি ,জে স্কট আপেলহোয়াইট/এপি

যুক্তরাষ্ট্র সিনেট সোমবার একটি আংশিক সরকারী শাটডাউন এড়াতে এবং একটি গুরুত্বপূর্ণ আইনী সপ্তাহের শুরুতে কেন্দ্রীয় ত্রুটি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেI এই পরিস্থিতি তীব্রভাবে বিভক্ত কংগ্রেসের সামনের চ্যালেঞ্জগুলি তুলে ধরেছে।

সোমবার দিনের শেষে রিপাবলিকান আইনপ্রণেতারা প্রস্তাবগুলির বিরোধিতা করার পক্ষে ভোট দিয়েছিলেন ;আর এর ফলে ডেমোক্র্যাটদের বাধ্য করেছিলেন বৃহস্পতিবারের পরেও সরকার খোলা রাখার অন্যান্য উপায় খুঁজতে এবং অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের শুরুতে সরকারের ঋণের খেলাপি হওয়ার পূর্বে ঋণের সময়সীমা বাড়াতে।

প্রায় দলীয় ভাবে দেওয়া ৪৮ -৫০ ভোটে প্রস্তবাটি ব্যর্থ হয়েছে। ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষকে সামান্য সংখ্যাগরিষ্ঠতায় নিয়ন্ত্রণ করে থাকে, তবে সিনেটের নিয়ম অনুযায়ী, সেই চেম্বারে অধিকাংশ আইন পাস করার জন্য ১০০ টির মধ্যে ৬০ টি ভোটের প্রয়োজন হয়। রিপাবলিকানরা জানায় যে তারা চায় ডেমোক্র্যাটরা নিজেরাই ঋণের সীমা তুলে নেবে I তারা জানায় যে তারা ডেমোক্র্যাটদের বহু কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা সমর্থন করে না I

সিনেট রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল সোমবার সিনেট ফ্লোরে বলেন, "আমরা ডেমোক্র্যাটদের ঋণের সীমা বাড়াতে সাহায্য করতে রাজি নই, যখন তারা রুদ্ধ দ্বারে একটি বেপরোয়া কর আরোপ এবং ঐতিহাসিক অনুপাতে ব্যয় করছে "।

ডেমোক্র্যাটরা বলছেন যে ট্রাম্প প্রশাসনের সময় জাতি ঋণের বেশির ভাগই বহন করেছিল । ঐতিহাসিকভাবে, উভয় দলই যুক্তরাষ্ট্রকে ঋণ-খেলাপি হওয়া থেকে বাঁচাতে সীমা বাড়ানোর পক্ষে ভোট দিয়েছে।

সিনেটে সংখ্যাগরিষ্ঠ নেতা ডেমক্র্যাটিক নেতা চাক শুমার বলেন, যে রিপাবলিকানদের যে সব পদক্ষেপ "সিনেট -এ আমি দেখেছি তার মধ্যে একটি হচ্ছে সিনেটে সবচাইতে বেপরোয়া এবং দায়িত্বজ্ঞানহীন ভোট প্রদান এবং "রিপাবলিকান পার্টি নিজেদের খেলাপি দল হিসাবে অবস্থান সুদৃঢ় করেছেI

XS
SM
MD
LG