যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন শুক্রবার উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমানবিক অস্ত্রে সক্ষম হয়ে ওঠাকে আমেরিকার জন্য সরাসরি হুমকি বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ওয়াশিংটন ঐ ধরনের আগ্রাসী মনোভাব প্রতিহত করতে প্রয়োজনীয়ে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
টিলারসন বলেছেন, ঐ ধরণের হুমকি যে কোনো দেশের কাছেই গ্রহণযোগ্য নয়।
নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে নানা দেশের নেতৃবর্গের উপস্থিতিতে তিনি ঐ মন্তব্য করেন।
ওদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন যেইন প্রথম বারের মত রাষ্ট্রীয় সফরে চীনে যান।প্রেসিডেন্ট মুনের সংগে ৩’শর বেশি ব্যবসা নেতৃবর্গসহ এবং অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রীও চীনে গিয়েছেন।
বিশ্লেষকেরা বলছেন, মুনের এই সফরের উদ্দেশ্য হচ্ছে দু'দেশের মধ্যে শ্লথ বাণিজ্য সম্পর্ককে আবারও চাঙ্গা করে তোলা। দক্ষিণ কোরিয়ার উদারপন্থী নেতা উত্তর কোরিয়ার বিষয়ে চীনের সহযোগিতার বিষয়ে একমত হলেও উওর কোরিয়ার বিরুদ্ধে জোর সামরিক পদক্ষেপের ঘোর বিরোধী।
তবে তার দেশে যে যুক্তরাষ্ট্রের তৈরি “টার্মিনাল হাই আলটিটিউট এরিয়া ডিফেন্স বা থার্ড ক্ষেপণাস্ত্র পদ্ধতি কিসের ভিত্তিতে স্থাপন করেছে সে বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি। গত বছর দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার পক্ষ থেকে সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করার পর দু'দেশের মধ্যেকার সম্পর্কে চিড় ধরে।