অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প চলে যাবার পরেও, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের জোটে রয়েছে উত্তেজনা 


জো বাইডেন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণে বিশ্বনেতাদের মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, মুন যায় ইনের মতো, কেউই এতটা স্বস্তির নিঃস্বাস ফেলেন নি I তাঁর স্বাগত বার্তায় মুন লিখেছিলেন "আমেরিকা ইজ ব্যাক " বা নুতন আমেরিকার সূচনা হোল I প্রাক্তন প্রেসিডেন্ট, ট্রাম্পের কোন উল্লেখ না থাকলেও, বার্তার অর্থ ছিল একেবারেই পরিষ্কার I

ট্রাম্পের মেয়াদকালে, ট্রাম্প জোর দিতেন উত্তর কোরিয়াকে নিয়ে I যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার জোটে অনুভূত হোত প্রকাশ্য এক উত্তেজনা এবং সেখানে মোতায়েনরত যুক্তরাষ্ট্র সেনাদের খরচ বাবদ অর্থ চাইতে, ব্যবহার করতেন অপমানজনক এবং হুমকি সম্বলিত ভাষা I

তবে বাইডেন প্রশাসনে, উত্তর কোরিয়া বিষয়ে বড় ধরণের মতানৈক্য আশা করছেন সমীক্ষকেরা I এই মে মাসে প্রেসিডেন্ট মুনের মেয়াদকাল শেষ হবে, তাই, তার আগেই দুই কোরিয়ার মধ্যেকার শান্তি অর্জনে তিনি অবদান রাখতে চান I এই বিষয়টি তাঁর জন্য ব্যক্তিগতভাবেও কিছুটা স্পর্শকাতর, কারণ তাঁর বাবা-মা কোরীয় যুদ্ধ চলাকালে উত্তর কোরিয়া থেকে দক্ষিণে পালিয়ে আসেন I তবে বাইডেনের সহায়তা ছাড়া দুই কোরিয়ার শান্তি উদ্যোগ নেয়া হবে, রীতিমতো দুঃসাধ্য I

XS
SM
MD
LG