অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবান গোষ্ঠীর আশা,জো বাইডেন যুক্তরাষ্ট্র-তালিবান শান্তি চুক্তি বহাল রাখবেন 


তালিবান গোষ্ঠী আশা ব্যক্ত করেছে যে, আফগানিস্তানের দীর্ঘকালীন যুদ্ধ বন্ধে, যে যুক্তরাষ্ট্র-তালিবান শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, নুতন প্রেসিডেন্ট দায়িত্ব নেবার পর তা বজায় রাখবেনI

চুক্তি অনুসারে, ২০২১ সালের মে মাসের মধ্যে সকল যুক্তরাষ্ট্র ও নেটো সেনাদের আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেবার কথাI চুক্তি স্বাক্ষরের পর, সেনা সংখ্যা ১৩,০০০ থেকে ৪,৫০০ তে নামিয়ে আনা হয়েছেI

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি, যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেনের সাফল্যে শুভ কামনা জানিয়েছেনI তিনি আশা করেন, কাবুল ও ওয়াশিংটনের মধ্যে সন্ত্রাস বিরোধী ও শান্তি প্রতিষ্ঠার মতো ক্ষেত্রে, সম্পর্ক আরো জোরদার হবেI

XS
SM
MD
LG