অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে প্রতিদিন সংক্রমণের নুতন রেকর্ড সৃষ্টি, যুক্তরাষ্ট্রের সহায়তার আশ্বাস 


ভারতে গত ২৪ ঘন্টায় সংক্রমণের সংখ্যা ৩,৪৯,৬৯১ ছাড়িয়ে যায়, যে সংখ্যা ছিল চতুর্থ দিনের সর্বোচ্চ সংখ্যাI দিল্লির হাসপাতালগুলি অক্সিজেন ও শয্যার অভাবে রোগীদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেI যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, এন্টোনি ব্লিঙ্কেন টুইটার মারফত বলেন, ভয়ংকররুপী এই সংক্রমণে ভারতের জনগণের দুঃসহ দুঃখ-যাতনায় আমরা সমব্যথীI ভারতে আমাদের অংশীদারদের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি এবং দ্রুত আমরা ভারত সরকার ও জনগণের সহায়তায় অতিরিক্ত সহায়তা পাঠাচ্ছিI

বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা, সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া, প্রেসিডেন্ট বাইডেনের প্রতি কাঁচা মাল রপ্তানির নিষেধাজ্ঞা, যা ভারতে ওষুধ প্রস্তুতে বাধা দিচ্ছে, তা অপসারণের জন্য বিশেষ আবেদন জানায়I

এছাড়াও, যুক্তরাষ্টের কংগ্রেসম্যান, রাজা কৃষ্ণমূর্তি বাইডেন প্রশাসনের প্রতি ভারতের সহায়তায় অব্যবহৃত ভ্যাকসিন সরবরাহের আবেদন জানানI তিনি বলেন, তাঁর কথায়, "ভারত বা বিশ্বের জনগণের যখন মরিয়াভাবে ভ্যাকসিন প্রয়োজন, আমরা অব্যবহৃত ভ্যাকসিন গুদামে ফেলে রাখতে পারিনা, যেখানে এসব ভ্যাকসিন জীবন বাঁচাবে সেখানেই তা পাঠাতে হবে"I

XS
SM
MD
LG