অ্যাকসেসিবিলিটি লিংক

১৯শ’৬৫-র ভোটাধিকার আইন বহূ মানুষের জীবনকে মুক্তি-স্বাধীনতার উজ্বলাভায় উদ্ভাসিত করেছিলো


এখন থেকে পঞ্চাশ বছর আগে যুক্তরাষ্ট্র কংগ্রেসের বিধায়কেরা অনুমোদন করেছিলেন- আর যুক্তরাষ্ট্রের তদানিন্তন প্রেসিডেন্ট লিন্ডন বি জানসান সই করেছিলেন ভোটাধিকার আইন ১৯ শ’ ৬৫। ঐ আইনের আওতায় দেশের সর্বত্র ভোটাধিকার প্রয়োগে বর্ণবৈষম্যবাদকে অবৈধ ঘোষনা করা হয়েছিলো। ঐ ভোটাধিকার আইন যুক্তরাষ্ট্রের গোটা দক্ষিনাঞ্চলে রাজ্য স্তরে-স্থানীয় পর্যায়ে ভোটাদান ক্ষেত্রে যে প্রতিবন্ধক ছিলো তার অবসান ঘটিয়েছিলো এবং সেই একই সঙ্গে যুক্তরাষ্ট্র সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলবতকরণের উদ্যোগ নেওয়া হয়েছিলো। ১৯ শ’ ৬৫-র সেই ভোটাধিকার আইন বহূ মানুষের জীবনকে মুক্তি-স্বাধীনতার উজ্বলাভায় উদ্ভাসিত করে তুলেছিলো।

XS
SM
MD
LG