অ্যাকসেসিবিলিটি লিংক

রিপাবলিকানদের ষষ্ঠ বিতর্ক ছিল প্রানবন্ত


শীর্ষ রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীরা পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক বিষয় বৃহস্পতিবার বিতর্ক করেছেন। সাউথ ক্যারোলাইনায় অনুষ্ঠিত এই বিতর্কটি ছিল তাদের ষষ্ঠ বিতর্ক। ভয়েস অফ আমেরিকার সাংবাদিক Jim Malone এর প্রতিবেদন শোনাচ্ছেন তাওহীদুল ইসলাম।

please wait

No media source currently available

0:00 0:02:45 0:00
সরাসরি লিংক

সাউথ ক্যারোলাইনা থেকে ফক্স বিজনেস নেটওয়ার্কে সম্প্রচারিত রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্কটি ছিল বেশ প্রানবন্ত। সেখানে শীর্ষ রিপাবলিকান প্রার্থীরা বিভিন্ন বিষয়ে বেশ খোলামেলা কথা বলেন। এসময় জনমত জরিপে এগিয়ে থাকা ডনাল্ড ট্রাম্পের- মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেবার প্রস্তাবকে চ্যালেঞ্জ করেন, সাবেক ফ্লোরিডা গভর্নর জেব বুশ। তিনি বলেন--

“আমি আশা করি আপনি পুর্নবিবেচনা করবেন যে, এই নীতিটা হচ্ছে এমন নীতি যা আইসিস দমনে প্রয়োজনীয় জোট গঠনকে অসম্ভব করে তুলবে।“

উত্তরে ডনাল্ড ট্রাম্প বলেন-

“ আমি এই দেশের নিরাপত্তা চাই। আপনি জানেন, ইসলামের চরমপন্থার সঙ্গে আমাদের গুরতর সমস্যা রয়েছে। আমাদের ভীষন সমস্যা রয়েছে। এটা কেবল এখানকার সমস্যা নয়, এটা সারা বিশ্বের সমস্যা।“

টেক্সাস সিনেটর টেড ক্রুজ ও বিতর্কে জড়ান ডনাল্ড ট্রাম্পের সঙ্গে। কারন ট্রাম্প বলেছিলেন, ক্রুজ এর কানাডায় জন্ম হওয়ায় তিনি প্রেসিডেন্টের জন্য অযোগ্য হতে পারে। ক্রুজ বলেন—

“আমি উপলব্ধি করতে পেরেছি যে, আইওয়া জরিপে তার জনমত কমে যাওয়ায় ডনাল্ড আতঙ্কিত হয়েছেন। কিন্তু এখানে তথ্য ও আইন সত্যিই বেশ স্পষ্ট। যুক্তরাষ্ট্রের দীর্ঘ দিনের আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের সন্তান বিদেশে জন্ম গ্রহন করলে, সেও স্বাভাবিক ভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক।“

জবাব দেন ডনাল্ড ট্রাম্প। এসময় তিনি বলেন--

“আমি ইতোমধ্যে জানতে পেরেছি, ডেমোক্রেটরা একটি আইন আনতে যাচ্ছে। আপনার মাথার ওপর একটি বড় ধরনের মামলা রয়েছে, যখন আপনি প্রার্থী হবার চেষ্টা করছেন এবং আপনি যদি মনোনয়ন পান।“

ফ্লোরিডা সিনেটর মার্কো রুবিও এবং নিউজার্সি গভর্নর ক্রিস ক্রিস্টি বিতর্কে লিপ্ত হন কে বেশী রক্ষণশীল তা নিয়ে। তারা প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্র নীতির ব্যাপক সমালোচনা করে সতর্ক করেন যে, ডেমোক্র্যাট হিলারী ক্লিনটন তা অব্যাহত রাখবে। ক্রিস্টি বলেন—

“বারাক ওবামার নেতৃত্বের জন্য আপনি তৃতীয়বারের মত হিলারী ক্লিনটনকে দিতে পারেন না। আমি মনোনয়ন পেলে তা করবো না।“

রুবিও বলেন-

“তিনি কেবল মাত্র একটি দুর্যোগই হবে না। হিলারী ক্লিনটন যুক্তরাষ্ট্রের সর্বাধিনায়ক হিসাবে অযোগ্য।“

রিপাবলিকান প্রার্থীরা এখন আইওয়া এবং নিউ হ্যাম্পশায়ার এর প্রচারাভিযানে ফিরে গেছেন। আইওয়া’র ককাসের ভোট অনুষ্ঠিত হবে ১ লা ফেব্রুয়ারী।

XS
SM
MD
LG