অ্যাকসেসিবিলিটি লিংক

জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্র্যাটিক দলের প্রার্থী হতে চান


যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছেন যে তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্র্যাটিক দল থেকে প্রার্থী হতে চাইবেন। এর ফলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ করার জন্য ডেমক্র্যাটিক পার্টির বহু প্রার্থিতাকামীদের শীর্ষে চলে আসলেন বাইডেন।

ডেলাওয়ার অঙ্গরাজ্যের সেনেটর এবং ওবামা প্রশাসনে দু'মেয়াদের জন্য ভাইস প্রেসিডেন্ট এবার ভার্মন্টের সেনটার বার্নি স্যান্ডার্স এবং ডেমক্র্যাটিক দল থেকে প্রার্থী হতে প্রস্তুত এমন অনেকের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ালেন তিনি। তবে প্রশ্ন হচ্ছে তাদের মত তিনি তহবিল সংগ্রহ করতে পারবেন কীনা। তবে পররাষ্ট্র বিষয়, ফৌজদারি বিচার এবং অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতার অন্যান্য প্রার্থীদের সঙ্গে অতুলনীয়।

আজ সকালে দেওয়া এক বার্তায় বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের প্রকৃত মূল্যবোধ এবং বিশ্বে তার অবস্থান এখন সংকটাপন্ন।

XS
SM
MD
LG