অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে আগ্রহী ও এমন একটি নির্বাচন দেখতে চায়। বুধবার ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হকের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান কামনা করে। আর ঐ নির্বাচনটি যেমন এমন হয়- যাতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে। সরকারও এমন একটি নির্বাচন অনুষ্ঠান চায় বলে ইতোপূর্বে জানিয়েছে।

রাষ্ট্রদূত বলেন, সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষগুলো এ ব্যাপারে প্রয়োজনীয় কর্মকান্ড সম্পন্ন করবে- আর সে কর্মকান্ডের বিষয়ে আমরা পর্যবেক্ষণ করছি।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আরো বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে আগামী অধিবেশনে রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দেবে যুক্তরাষ্ট্র।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00

XS
SM
MD
LG