যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীনের বেসামরিক গোয়েন্দা সংস্থা র্যানসমওয়্যার ব্যবহার করে আমেরিকান ব্যবসাগুলো থেকে জোরপূর্বক অর্থ আদায়ের জন্য যা করেছে, তা নিয়ে আগামীকাল মঙ্গলবার তিনি বিস্তারিত প্রতিবেদন পাবেন।
একজন সাংবাদিক প্রেসিডেন্টের কাছে জানতে চেয়েছিলেন, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রক যখন চুক্তিভিত্তিক অপরাধী হ্যাকারদের মাধ্যমে বিশ্বব্যাপী নিষিদ্ধ সাইবার অপারেশন চালায়, যার মাধ্যমে ঐ হ্যাকাররা ব্যক্তিগত ভাবে লাভবান হয়েছে, তখন এ ব্যাপারে বাইডেন সরকার প্রকাশ্যে অভিযোগ তোলার পরও, কেন বেইজিং’এর বিরুদ্ধে তাৎক্ষনিক কোন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি? এর জবাবে প্রেসিডেন্ট বলেন, "ঠিক কি হয়েছিল তা এখনো তারা নির্ধারণ করছেন। তদন্ত এখনও সম্পন্ন হয়নি"।
সোমবার যুক্তরাষ্ট্রসহ নেটো, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড গত মার্চের সাইবার হামলার জন্য চীনকে বিশেষভাবে দায়ি করে। ঐ সাইবার হামলা মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভারের মাধ্যমে হাজার হাজার সংস্থাকে ক্ষতিগ্রস্থ করে।