আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার পরোক্ষ আলোচনা শুরু হবার আগে, কতিপয় সমীক্ষকদের ধারণা যে, রবিবার ইরানের পরমাণু প্রকল্পের দুর্ঘটনা, ইরানিদের পরমাণু সম্পর্কিত আলোচনায় তাদের অবস্থানকে দুর্বল করেছে, আবার অনেকেই ভাবছেন সবকিছুই ইরানের জবাবের ওপর নির্ভর করবেI
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি, জেন সাকি সোমবার বলেন, যুক্তরাষ্ট্র আশা করে যে, বুধবারের নির্ধারিত আলোচনা ভিয়েনায় এগিয়ে যাবেI প্রথম দফা পরোক্ষ আলোচনা বৃটেন, জার্মানি, ফ্রান্স, চীন ও রাশিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে ৬ই এপ্রিল থেকে ৯ই এপ্রিল অব্দি ভিয়েনায় অনুষ্ঠিত হয়েছেI
ওদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, জাভাদ জারিফ, তাদের আঞ্চলিক শত্রু বলে বিবেচিত ইসরাইলকে পরমাণু প্রকল্পের বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস এবং 'সেন্ট্রিফিউজ' উৎপাদন ব্যাহত করার জন্য দোষারোপ করেছেন, তিনি যাকে পরমাণু সন্ত্রাসবাদ বলে উল্লেখ করেনI