অ্যাকসেসিবিলিটি লিংক

ভিয়েনায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ বৈঠকও, স্বাগত 


ইরান ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনজ্জীবিত করার অংশ হিসাবে, ভিয়েনায় মঙ্গলবার পরোক্ষ আলোচনা চালাতে সম্মত হয়েছেI তেহরান, যদিও মুখোমুখি দ্বিপাক্ষিক আলোচনার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে, তবে ওয়াশিংটন, ভিয়েনায় দুটিপক্ষের উপস্থিতিকে সামনের পথে এগিয়ে চলতে এক বড় ধরণের পদক্ষেপ বলে স্বাগত জানায়I যুক্তরাষ্ট্র আশাবাদী যে, এই প্রয়াস সকল পক্ষকে চুক্তির শর্ত মানতে সহজতর করবেI দুটি পক্ষের লক্ষ্য, আগামী দুই মাসে একটি চুক্তি স্বাক্ষর করাI

চুক্তির সমন্বকারী ইউরোপীয় ইউনিয়নের একজন কর্মকর্তা যেমন তাঁর সুন্দর ব্যাখ্যায় বলেছেন" ইরান ও যুক্তরাষ্ট্র এখন এক শহরে, তবে এক রুমে নয়I

XS
SM
MD
LG