অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র রাখাইন রাজ্যের পরিস্থিতিতে উদ্বিগ্ন


যুক্তরাষ্ট্র মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যের পরিস্থিতির ব্যাপারে তার গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলছে যে, এ ব্যাপারে যুক্তরাষ্ট্র মিয়ানমার সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলছে। সেখান থেকে হাজার হাজার রোহিঙ্গা মুসলমানকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের ব্যুরো অফ ইস্ট এশিয়া এন্ড প্যাসিফিক অ্যাফায়ার্সের মুখপাত্র আজ ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, "আমরা প্রকাশ্যে এবং একান্তে সর্বোচ্চ পর্যায়ে এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা মিয়ানমারের প্রতিবেশি এবং অন্যান্য আন্তর্জাতিক শরিকদের সঙ্গেও কথা বলেছি।"

তিনি আরো বলেন যে, "সেখানে বড় রকমের সহিংসতা এবং রোহিঙ্গা সম্প্রদায় ছাড়াও, অসামরিক লোকজনের উপর এর প্রভাব নিয়ে আমরা উদ্বিগ্ন।"

পররাষ্ট্র দপ্তর অবশ্য বলেছে যে, তারা এই আভাষ ইঙ্গিতকে স্বাগত জানাচ্ছে যে মিয়ানমার সরকার রেডক্রসের মাধ্যমে মানবিক সাহায্য প্রদানে তাদের প্রতিশ্রুতির কথা জানিয়েছে।

XS
SM
MD
LG