অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান সহায়তাকারীদের স্থানান্তর প্রক্রিয়া শুরু 


আফগানিস্তানের ২০ বছরের যুদ্ধে যেসব আফগান দোভাষী ও সহায়তাকারী আমেরিকান সেনাদের সহায়তা দিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের হস্তান্তর কর্মসূচি তরান্বিত করতে চলেছেI বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তা বৃহস্পতিবার জানান, সাম্প্রতিক দিনগুলির যেসব আফগান দোভাষী যুক্তরাষ্ট্রের সেনা ও পরিবারবর্গকে সহায়তা দিয়েছেন, তাদের দরখাস্ত বাছাইয়ের পর্ব শুরু হয়েছেI তিনি জানান, হস্তান্তর বা উদ্ধার তৎপরতা, সবকিছুই আমাদের বিবেচনায় রয়েছেI

শুক্রবার, প্রেসিডেন্ট বাইডেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও প্রধান নির্বাহী, আব্দাল্লাহ আব্দাল্লাহ'র সঙ্গে বৈঠকের সময়, এসব সহায়তাকারী আফগানদের অন্য দেশে বা যুক্তরাষ্ট্র প্রশাসিত অঞ্চলে হস্তান্তরের বিষয়টি আলোচিত হবেI

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ঘোষণা পর, তালিবানদের হামলা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে, যা যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগকে ব্যাহত করতে চলেছে এবং লক্ষ লক্ষ সহায়তাকারী আফগান জনগণ এখন তালিবানদের হাতে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেনI সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর, মে মাস থেকে তালিবানরা হামলা বৃদ্ধি কোরে বহু ডজন শহর দখল করে নেয় এবং তাই উদ্বেগ বাড়ছে যে, ১৯৯৬ সালের মতো আবারো তারা কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারেI

XS
SM
MD
LG