অ্যাকসেসিবিলিটি লিংক

জি-২০র শুরুতেই ইউএসএমসিএ মধ্যে চুক্তি স্বাক্ষর 


আজ শুক্রবার কেনাডা ম্যাক্সিকো এবং যুক্তরাষ্ট্র একটি নতুন উত্তর আমেরিকা বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে। জাষ্টিন ট্রুডো, এনরিকে পেনানিয়েটা এবং ডনাল্ড ট্রাম্প জি-২০ সম্মেলন শুরুর আগে আর্জেন্টিনায় ঐ চুক্তিতে স্বাক্ষর করেছেন।

তবে এই চুক্তি কার্যত হতে প্রচুর সময় নেবে। যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা বা ইউএসেমসিএ নামে পরিচিতচুক্তিটি কার্যকর করার জন্য তিন দেশের আইন প্রণেতাদের অনুমোদন পেতে হবে।
ঐ চুক্তিতেতিন দেশের মধ্যে ১লক্ষ ২০ হাজার-কোটি ডলারের পশু বাণিজ্য বিষয়টি জোরদার করা হয়েছে।

নাফটার পরিবর্তেইউএসেমসিএ করা হল। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার অভিযানের সময় ট্রাম্প নাফটার ঘোর বিরোধী ছিলেন।নাফটার সমালোচনা করে বলেন এটি হচ্ছে স্মরণকালের সবচাইতে খারাপ বাণিজ্য চুক্তি যার ফলে আমেরিকার উৎপাদন শিল্পেঅনেক কর্ম সংকোচন ঘটেছে।

XS
SM
MD
LG