যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের রাজনীতিতে নতুন একটা অধ্যায় সংযোজিত হ’লো।গতকাল পেনসেলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়াতে,মঙ্গলবার রাতে,ডেমোক্র্যাটিক পার্টীর জাতীয় কনভেনশনে দু’ হাজার ষোলো সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দীতার জন্যে মনোনীত করা হ’লো সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলার রডাম ক্লিনটনকে। এই প্রথম যুক্তরাষ্ট্রে দু’শ চল্লিশ বছরের ইতিহাসে প্রধান একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এক নারীকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দীতার জন্যে- হোয়াইট হাউসে প্রবেশাধিকারের লড়াইয়ে যাবার জন্যে রোল কলের মাধ্যমে-কন্ঠ ভোটের ঘোষনায় বেছে নেওয়া হ’লো।
প্রাইমারী পর্বে হিলারী ক্লিনটনের প্রতিদ্বন্দী মনোনয়ন প্রত্যাশী ভারমন্ট সেনেটর বার্নী স্যান্ডার্সের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ডেমোক্র্যাট কনভেশনে উপস্থিত হাজার হাজার মানুষ হর্ষধ্বনীতে উচ্ছ্বসিত-উদ্বেলিত হয়ে ওঠে।রাতেই হিলারী-পতি সাবেক দু’ই মেয়াদী প্রেসিডেন্ট বিল ক্লিনটন স্ত্রীর স্তুতিতে পঞ্চমূখ হয়ে ওঠেন- তাঁর সঙ্গেই প্রায় সূর মিলিয়ে ডেমোক্র্যাট দলের মনোনীত প্রেসিডেন্ট পদ প্রার্থী হিলারীর ভাবমুর্তি তুলে ধরতে মঞ্চে অবতীর্ণ হন আরো অনেকের সঙ্গে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ম্যাডলীন অলব্রাইট- কন্ঠশিল্পী এলিশা কীয- অভিনেত্রি মেরীল স্ট্রীপ। আজ বুধবার রাতে বক্তব্যের অবতারনা করবেন হিলারীকে নিয়ে, খোদ প্রেসিডেন্ট বারাক ওবামা।আর আগামীকাল বৃহস্পতিবার সমাপনী সন্ধ্যায় মনোনয়ন গ্রহন ক’রে ধন্যবাদ জ্ঞাপন করতে মঞ্চে নামবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়াতে সদ্য মনোনয়ন প্রাপ্ত হিলারী রড্যাম ক্লিনটন।
ফিলাডেলফিয়াতে আছেন আমাদের সহকর্মী আহসানুল হক। শুনুন সেখান থেকে পাঠানো তার রিপোর্ট।