অ্যাকসেসিবিলিটি লিংক

কাল থেকে টিকা কার্যক্রম শুরু


কাল থেকে নতুন করে বাংলাদেশে টিকা কার্যক্রম শুরু হচ্ছে। এবার ভিন্ন টিকা। অ্যাস্ট্রাজেনেকার সরবরাহ নেই। তাই অনেকদিন বন্ধ টিকা কার্যক্রম। ১৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজ দেয়ার অপেক্ষায়। ভারতের সেরাম ইন্সটিটিউট টিকা সরবরাহে অপারগতা জানিয়েছে। তিন কোটি ডোজ টিকা দেয়ার কথা ছিল। ৭০ লাখ ডোজ দেয়ার পর আচমকা বন্ধ করে দেয়। দীর্ঘদিন অপেক্ষা করার পর বাংলাদেশ বিকল্প পথে টিকা সংগ্রহ করেছে। বৃহস্পতিবার থেকে সিনোফার্ম, ফাইজারের প্রথম ডোজের টিকা কার্যক্রম শুরু হবে। বলা হয়েছে, সারা দেশে মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতাল সহ টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা দেয়া হবে। ফাইজারের এক লাখ ডোজ টিকা শুধু রাজধানীর সাতটি কেন্দ্র থেকে দেয়া হবে। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে। টিকা কর্মসুচির পরিচালক ডা. শামসুল হক জানিয়েছেন, আপাতত অগ্রাধিকার তালিকায় রয়েছেন এমন ব্যক্তিরাই পাবেন। এছাড়া যারা আগে নিবন্ধন করেছিলেন তাদেরকে সুযোগ দেয়া হবে। ডা. শামসুল হক আরও জানান, টিকাদান কেন্দ্রগুলো লকডাউনের আওতার বাইরে থাকবে। ঢাকায় চীনা দূতাবাসের তরফে বলা হয়েছে, সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা প্রস্তুত রয়েছে। বাণিজ্যিকভিত্তিতে সিনোফার্মের কাছ থেকে বাংলাদেশ এই টিকা কিনেছে। এর আগে দুই দফায় ১১ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দিয়েছে চীন।

ওদিকে করোনার বিস্তার রোধে যুক্তরাষ্ট্র অক্সিজেনসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম দিয়েছে বাংলাদেশকে। যার মুল্য প্রায় ২৫ কোটি টাকা। হোয়াইট হাউসের একজন মুখপাত্র জানিয়েছেন, করোনা প্রতিরোধে বাংলাদেশের জন্য মর্ডার্নার তৈরি ২৫ লাখ ডোজ টিকা খুব শিগগিরই বাংলাদেশে পাঠানো শুরু করবে যুক্তরাষ্ট্র। বুধবার বাংলাদেশ ঔষুধ প্রসাশন মর্ডার্নার টিকাকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে।

XS
SM
MD
LG