অ্যাকসেসিবিলিটি লিংক

নানাবিধ প্রতিকূল আবহাওয়ার কারণে, যুক্তরাষ্ট্রে টিকা কর্মসূচি ব্যাহত হয়েছে 


হোয়াইট হাউসের উর্ধতন পরামর্শদাতা, এন্ডি স্ল্যাভিট শুক্রবার সাংবাদিকদের জানান, সকল ৫০টি রাজ্যে নানা ধরণের প্রতিকূলতা, যেমন, তুষারঝড়, শৈত্যপ্রবাহ, অস্বাভাবিক ঠান্ডা ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ২০০০টি টিকা কেন্দ্রে ৬০ লক্ষ টিকা সরবরাহ ব্যাহত হয়েছেI

জানুয়ারী মাসে সরকার, প্রতিদিন ১০ লক্ষ ৫০ হাজার টিকা সরবরাহ সফলভাবে পরিচালনা করেছিলেনI তবে ওকলাহোমা, আরকানসাস ও টেক্সাস রাজ্যে অস্বাভাবিক তুষারঝড় ও রেকর্ড পরিমান হিমাংকের নীচে ঠান্ডা আবহাওয়ার কারণে, প্রশাসনের টিকা কর্মসূচি, গত সপ্তাহে ব্যাপকভাবে ব্যাহত হয়I

আবহাওয়ার উন্নতি হওয়ায়, সরকার, শুক্রবার থেকে দিনে ১০ লক্ষ ৪০ হাজার টিকা সরবরাহ করতে শুরু করেছেI

XS
SM
MD
LG