অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ভ্যালেরি গিসকার দেসতাঁর জীবনাবসান 


করোনা রোগে মৃত্যু হলো ফ্রান্সের বর্ষীয়ান রাজনীতিক, প্রাক্তন প্রেসিডেন্ট,ভ্যালেরি গিসকার দেসতাঁরI ফ্রান্সের জনগণ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ অব্যাহত রেখেছেনI ১৯৭৪থেকে ১৯৮১ সাল অব্দি তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন I তিনি ফ্রান্সে বহু সংস্কার সাধন করেছেন এবং তাঁকে ইউরোপীয় ঐক্যের চ্যাম্পিয়ন বলে ধরা হয় I

তাঁর ৭ বছরের মেয়াদকালে উল্লেখযোগ্য সংস্কারগুলির মধ্যে রয়েছে, ফ্রান্সকে পরমাণু শক্তিধর দেশে পরিণত করা, ফ্রান্সে দ্রুততম রেল ব্যবস্থার সূচনা এবং ভোটারদের বয়স ১৮তে নামিয়ে আনাI এছাড়াও তাঁর মেয়াদকালে ফ্রান্সে গর্ভপাত আইনসিদ্ধ করা হয় I

XS
SM
MD
LG