অ্যাকসেসিবিলিটি লিংক

ভেনেজুয়েলার সংসদীয় নির্বাচনকে প্রহসন বলে ধিকৃত 


ভেনেজুয়েলায় অনুষ্ঠিত রবিবারের সংসদীয় নির্বাচনকে যুক্তরাষ্ট্র, এক ধরণের 'তামাশা' বলে উল্লেখ করেছে, যে নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো'র'সোশ্যালিস্ট পলিটিক্যাল আলায়েন্স' নিশ্চিতভাবে জাতীয় সংসদের নিয়ন্ত্রণ লাভ করবেI যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের বহু গণতান্ত্রিক দেশ এই হেঁয়ালী নির্বাচনের নিন্দা জানাচ্ছে, যে নির্বাচন নূন্যতম বিশ্বাসযোগ্যতা লাভে ব্যর্থ হয়I

যুক্তরাষ্ট্র ৫০টি দেশের মধ্যে অন্যতম, যারা প্রেসিডেন্ট মাদুরোকে বৈধ বলে স্বীকার করেনা, বরঞ্চ জাতীয় সংসদের প্রেসিডেন্ট হুয়ান গাইদো, যিনি ২০১৯ সালের নির্বাচনে নিজেকে বিজয়ী বলে দাবি করেন, তাঁকে প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দিয়েছেI তবে তিনি ক্ষমতা গ্রহণে ব্যর্থ হনI

ইউরোপীয় ইউনিয়ন, সেদেশে নজরদারি পর্যবেক্ষকদের পাঠাতে অস্বীকৃতি জানায়, কারণ তাদের মতে, সেখানে কোন গণতান্ত্রিক প্রক্রিয়ার অস্তিত্ব নেইI

XS
SM
MD
LG