অ্যাকসেসিবিলিটি লিংক

ইউনিসেফের মতে ভেনিজুয়েলার ১১ লক্ষ শিশুর সুরক্ষা প্রয়োজন


জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, ভেনিজুয়েলায় আনুমানিকে যে ১১ লক্ষ শিশু ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয় অঞ্চলে অবস্থান করছে তাদের নূন্যতম সুরক্ষার জন্য ২০১৯ সালে প্রয়োজনীয় পরিসেবার প্রয়োজন রয়েছে। ভেনিজুয়েলা থেকে যারা বাস্তুচ্যুত হয়েছে তারাসহ যারা দেশে ফিরে এসেছে অথবা অন্তর্বর্তী সময়ে কোথাও বা অন্য কারুর সংগে থাকছে তাদের এই সংখ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

শুক্রবার জাতিসংঘের শিশু তহবিল একটি বিবৃতি প্রকাশ করেছে তারাবলছে, অন্য দেশে আশ্রয় নেয়া অথবা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য থাকছে এমন আরও প্রায় ৫০লক্ষ শিশুকে অবিলম্বে অত্যন্ত প্রয়োজনীয় পরিসেবা দেওয়া জরুরী--- যেমন সুরক্ষা, স্বাস্থ্য পরিসেবা এবং শিক্ষা।

ইউনিসেফ জানিয়েছে, ভেনিজুয়েলার রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশ ছাড়তে বাধ্য প্রায় ৪০ লক্ষ ৯০ হাজার প্রাপ্ত বয়স্ক এবং শিশু আশ্রয় নিয়েছেন ব্রাজিল, কলোম্বিয়া ইকুয়েডোর, গায়ানা, পানামা, পেরু এবং ত্রিনিদাদ এন্ড টোবাগোতে।

XS
SM
MD
LG