ভেনেজুয়েলার অসুস্থ প্রেসিডেন্ট উগো শাভেজের পুর্ব নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠানের পরিবর্তে রাস্তায় বিশাল আনন্দ উৎসবের ব্যবস্থা করা হয়েছে। মি শাভেজ ক্যান্সারের অস্ত্রোপচারের পর এখন কিউবায় চিকিৎসাধীন রয়েছেন।
ল্যাটিন আমেরিকার মুষ্টিমেয় কয়েকজন প্রেসিডেন্ট , যাদের মধ্যে রয়েছেন উরুগুয়ের হোসে মুজিচা , বলিভিয়ার ইভো মোরালে এবং নিকারগুয়ার ড্যানিয়েল ওরটেগা , কারকাসের এই উৎসবে যোগ দিচ্ছেন। এই ঘোষণার পর যে মি শাভেজ হাভানা ত্যাগ করতে পারবেন না , বুধবার ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট এই আদেশ দেয় যে মি শাভেজ তার শপথ গ্রহণ অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্যে বিলম্বিত করতে পারেন।
তবে বিরোধী নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জানান যে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট যদি ১০ই জানুয়ারি শপথ গ্রহণ করতে ব্যর্থ হন , তা হলে ৩০ দিনের মধ্যে সেখানে নতুন নির্বাচন হওয়া উচিৎ।
বিরোধী নেতা হেনরিক ক্যাপরিলস বলেন এটা দুঃখজনক। কোন প্রতিষ্ঠানের উচিৎ নয় দলীয় স্বার্থ রক্ষা করা। তিনি বলেন যে এটা তো পরিস্কার যে সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন করলে এই সংঘাতের তো অবসান ঘটে যায়। মনে রাখা দরকার এটা কেবল সরকার বদলের ব্যাপার নয়।
তবে জাতীয় পরিষদের নেতা ডিয়েসড্যাডো কাবেলো গত মাসেই বলেছিলেন যে তিনি নতুন কোন নির্বাচন ডাকবেন না।
ল্যাটিন আমেরিকার মুষ্টিমেয় কয়েকজন প্রেসিডেন্ট , যাদের মধ্যে রয়েছেন উরুগুয়ের হোসে মুজিচা , বলিভিয়ার ইভো মোরালে এবং নিকারগুয়ার ড্যানিয়েল ওরটেগা , কারকাসের এই উৎসবে যোগ দিচ্ছেন। এই ঘোষণার পর যে মি শাভেজ হাভানা ত্যাগ করতে পারবেন না , বুধবার ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট এই আদেশ দেয় যে মি শাভেজ তার শপথ গ্রহণ অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্যে বিলম্বিত করতে পারেন।
তবে বিরোধী নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জানান যে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট যদি ১০ই জানুয়ারি শপথ গ্রহণ করতে ব্যর্থ হন , তা হলে ৩০ দিনের মধ্যে সেখানে নতুন নির্বাচন হওয়া উচিৎ।
বিরোধী নেতা হেনরিক ক্যাপরিলস বলেন এটা দুঃখজনক। কোন প্রতিষ্ঠানের উচিৎ নয় দলীয় স্বার্থ রক্ষা করা। তিনি বলেন যে এটা তো পরিস্কার যে সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন করলে এই সংঘাতের তো অবসান ঘটে যায়। মনে রাখা দরকার এটা কেবল সরকার বদলের ব্যাপার নয়।
তবে জাতীয় পরিষদের নেতা ডিয়েসড্যাডো কাবেলো গত মাসেই বলেছিলেন যে তিনি নতুন কোন নির্বাচন ডাকবেন না।