অ্যাকসেসিবিলিটি লিংক

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে সহিংসতা , আরও সৈন্য পাঠাতে জাতিসংঘের অনুমোদন


জাতিসংঘের নিরাপত্তা পরিষদ Central African Republic এ আরও ফরাসি ও আফ্রিকান সৈন্য মতায়েনের অনুমতি দিয়েছে। দেশটির রাজধানী বানগুইয়ে তুমুল লড়াইয়ের খবর পাওয়া গেছে।

সে দেশে Doctors without Border এর প্রধান ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে এ লড়াইয়ে অন্তত ৮ জন নিহত এবং কমপক্ষে ৭০ জন আহত হয়েছে। ভোরের আগেই বাঙ্গুয়ের বেশ কয়েকটি এলাকা থেকে বন্দুকের গুলির খবর পাওয়া যায়।
দেশটির অন্তবর্তী প্রেসিডেন্ট Michel Djotodia ‘র মুখপাত্র এই হামলা চালানোর জন্যে সাবেক প্রেসিডেন্ট ফ্রাজোয়া বোজাইজের সমর্থকদের দোষারোপ করেছন।
XS
SM
MD
LG