অ্যাকসেসিবিলিটি লিংক

ভয়েস অব আমেরিকা, ইউএসএআইডি ও রেডিও টুডের যৌথ উদ্যোগে কর্মশালা


দেশে প্রতিবছর ছয় হাজার প্রসুতি মা, সন্তান জন্ম দিতে মারা যান। অথচ এদের বাঁচানো যেত। কিন্তু সঠিক পরিসেবার অভাবে বাঁচানো সম্ভব হয় না।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের একটি হোটেলে ‘মাতৃমৃত্যু প্রতিরোধযোগ্য’ শীর্ষক সাংবাদিক কর্মশালায় সেইভ দ্য চিলড্রেন’র কর্মকর্তারা এমন তথ্য দিয়েছেন।
ইউএসএআইডি, ভয়েস অব আমেরিকা ও রেডিও টুডে যৌথভাবে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।

মিডিয়া ব্যক্তিত্ব সরকার কবিরউদ্দিনের সঞ্চালনায় সেইভ দ্য চিলড্রেনের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ডিরেক্টর ড. ইশতিয়াক মান্নান, পপুলেশন কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রব, এনএইচডিপি বাংলাদেশের চীফ অব পার্টি ড. হালিদা এইচ আক্তার অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন। সেখানে ইউ এস এ আই ডির কর্মকর্তা ডঃ সামিনা চৌধুরীও উপস্থিত ছিলেন।

XS
SM
MD
LG