অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের প্রধানমন্ত্রী মোদী'র সঙ্গে সাক্ষাৎ করলেন ভাইস প্রেসিডেন্ট হ্যারিস


ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস ভারতের প্রধানমন্ত্রী মোদী'র সঙ্গে ওয়াশিংটনে আইসেনহাওয়ার নির্বাহী ভবনের ব্যালকনিতে কথা বলছেন, ২৩শে সেপ্টেম্বর, ২০২১, ছবি এভেলিন হোক্সটেইন/রয়টার্স
ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস ভারতের প্রধানমন্ত্রী মোদী'র সঙ্গে ওয়াশিংটনে আইসেনহাওয়ার নির্বাহী ভবনের ব্যালকনিতে কথা বলছেন, ২৩শে সেপ্টেম্বর, ২০২১, ছবি এভেলিন হোক্সটেইন/রয়টার্স

:যুক্তরাষ্ট্র ভাইস প্রেসিডেন্ট, কামালা হ্যারিস বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী'র সঙ্গে সাক্ষাৎ করেনI বিশ্বের জন্য ভারত কোভিড টিকা সরবরাহে গুরুত্বপূর্ণ একটি উৎস হওয়াতে এবং রপ্তানি শুরু করার সিদ্ধান্ত ঘোষণা করার জন্য তিনি ভারতকে ধন্যবাদ জানানI

দক্ষিণ এশিয়ার দেশ, ভারত, যারা বিশ্বের সর্ববৃহৎ টিকা প্রস্তুতকারক এ সপ্তাহের গোড়াতেই ঘোষণা দেয় যে, তারা অন্যান্য দেশে তাদের রপ্তানি আবার শুরু করতে যাচ্ছে,যে রপ্তানি নিজের দেশের জনগণকে টিকা দেবার লক্ষ্যে তারা এপ্রিল মাস থেকে বন্ধ রেখেছিলো I

প্রধানমন্ত্রী মোদী তাঁর তরফ থেকে এই বসন্তে ভারতের দ্বিতীয় সংক্রমণের ঢেউ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য হ্যারিস ও বাইডেন প্রশাসনকে ধন্যবাদ জানানI

প্রধানমন্ত্রী মোদী বলেন, “একটি পরিবারের মত, নিবিড় বন্ধনে আবদ্ধ হয়ে আপনারা যে উদার হস্তে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন, তা আমি সবসময়ে মনে রাখবো এবং তাই অন্তরের গভীর থেকে আমাদের শ্রদ্ধা জানাচ্ছি”।

তা ছাড়া মোদী প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট হ্যারিসকে জলবায়ু পরিবর্তন সংকট সমাধানে উদ্যোগী হওয়ার জন্য তাদের প্রশংসা করেনI মোদী বলেন, “প্রেসিডেন্ট বাইডেন ও আপনি অত্যন্ত সঙ্কটময় সময়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন”I

ভারতীয় বংশোদ্ভুত হ্যারিসই হচ্ছেন প্রথম একজন নারী, যিনি কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশিয়া বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টI

মোদী বলেন, হ্যারিস আমাদের কাছে পরিবারের মত এবং তিনি, “সম্পুর্ণ আস্থাবান” যে এই প্রশাসনের নেতৃত্বের অধীনে যুক্তরাষ্ট্র-ভারত “ দ্বিপাক্ষিক সম্পর্কের” ক্ষেত্রে এক নুতন উচ্চতায় পৌঁছুবে"I

ভারতের প্রধানমন্ত্রী শুক্রবার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে মিলিত হচ্ছেন, যখন বাইডেন ইন্দো প্রশান্ত মহাসাগরীয় "QUAD " নামে পরিচিত জোটের নেতাদের প্রথম সরাসরি স্বাগত জানাবেনI

প্রেসিডেন্ট বাইডেনের ঘোষণা যে যুক্তরাষ্ট্র,ব্রিটেনের সহায়তায় অস্ট্রেলিয়ার সাবমেরিনকে পরমাণু ক্ষমতায় সমৃদ্ধ করবে, তাঁর প্রেক্ষাপটে অস্টেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে I এটি এমন এক পদক্ষেপ, যার মাধ্যমে অস্ট্রেলিয়া দূর পাল্লার টহলদারি করতে সমর্থ হবে এবং চীনের নৌবাহিনীর ওপর প্রাধান্য বিস্তার করতে পারবেI

XS
SM
MD
LG