অ্যাকসেসিবিলিটি লিংক

মানবতা বিরোধী অপরাধের মামলায় তিনজনকে আমৃত্যু ও পাঁচ জনকে ২০ বছর কারাদণ্ড


একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহ জেলার ৯ আসামীর মধ্যে তিনজনকে আমৃত্যু কারাদণ্ড এবং পাঁচ জনকে ২০ বছর করে কারাদণ্ড দণ্ডিত করেছে একটি বিশেষ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করে। এ মামলার ৯ আসামির মধ্যে একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৪২টি মামলার রায় প্রদান করেছে যাতে এই প্রথম কাউকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আদালত মোহাম্মদ শামসুজ্জামান, এ এফ এম ফয়জুল্লাহ ও আব্দুর রাজ্জাক মণ্ডলকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করেছে এবং যাদের ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে তাঁরা হলেন মোহাম্মদ খালিলুর রহমান মির, মোহাম্মাদ আব্দুল্লাহ, মোহাম্মাদ রইছ উদ্দিন আজাদী, সিরাজুল ইসলাম এবং আলিমুদ্দিন খান।

মামলায় অভিযুক্ত অপর আসামি আব্দুল লতিফের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছে আদালত। এ প্রসঙ্গে রাষ্ট্র পক্ষের আইনজীবী সাংবাদিকদের বলেন খালাস পাওয়া আব্দুল লাতিফের বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার মতো অপরাধের চারটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল আসামিদের বিরুদ্ধে। মামলার ৯ আসামির মধ্যে ৪ জন পলাতক রয়েছেন।

XS
SM
MD
LG