অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে শহীদ দিবস


Map of West Bengal
Map of West Bengal

গত উন্নিশো তিরানব্বই সালেরএকুশে জুলাই পশ্চিমবঙ্গে তৎকালীন রাজ্য পুলিশ প্রশাসনের গুলিতে তেরো জন যুব কংগ্রেস কর্মীর নিহত হওয়ার ঘটনায় প্রতিবছরই দিনটি শহীদ দিবস হিসাবেপালন করে থাকে এরাজ্যে কংগ্রেস এবং তৃনমূল কংগ্রেস দল।

সেই রাজনৈতিক কর্মসূচীর অঙ্গ হিসাবেই আজ কলকাতার ধর্মতলায় তৃনমুল কংগ্রেস আয়োজিত শহীদ দিবস পালনেরএকুশের স্মরন মঞ্চ থেকে দলকে কড়া বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাকা তুলে দল চালানো যাবে না। লোভে পা দেবেন না। মানুষ না থাকলে দল থাকবে না। একুশের মঞ্চ থেকে ঘুরপথে সিন্ডিকেট-তোলাবাজদের এই ভাবেইতার ভাষনে বার্তা দিলেন তৃনমূল নেত্রী। আজকের সমাবেশ থেকে বাংলার মানুষকে তৃণমূলনেত্রী বলেন রাজ্যের আটশো গ্রামে ব্যাঙ্ক-ডাকঘর তৈরি করতে পারেনি কেন্দ্রের সরকার।রাজনৈতিক মোকাবিলা করতে না পারলে সিবিআই-ইডি লাগিয়ে দেওয়া হয় তৃনমূল কংগ্রেস দলের পিছনে।একই সাথে এদিন কালো টাকা ফেরানো নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী কেও কটাক্ষ করেন তৃনমুল নেত্রী।কেন্দ্রের ভুল অর্থনীতির ফলেদেশের অনেক রাজ্যই সঙ্কটে পড়েছে বলেও মত প্রকাশ করেন মমতা বন্দোপাধ্যায় ।প্রধানমন্ত্রী হতে চাই না, বাংলার মাটিতে কুঁড়ে ঘরে থাকতে চাই বলেও তৃনমুল নেত্রী এদিন সমাবেশ মঞ্চ থেকে জানিয়েদেন।পাশাপাশি ব্যক্তিস্বার্থ নয় দলের স্বার্থই বড় বলেই এদিন মন্তব্য করেন মমতা বন্দোপাধ্যায়।
কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়ের রিপোর্ট।

XS
SM
MD
LG