অ্যাকসেসিবিলিটি লিংক

গত ৫০ বছরে আবহাওয়া দুর্যোগ পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে - জাতিসংঘ প্রতিবেদন


পাকিস্তানের করাচিতে ভারী বর্ষণের পর বন্যা প্লাবিত এলাকায় স্বেচ্ছাসেবকেরা খাদ্য বিতরণ করছেন, ২০শে অগাস্ট, ২০২১ ছবি, রিজওয়ান তাবাস্সুম-এএফপি
পাকিস্তানের করাচিতে ভারী বর্ষণের পর বন্যা প্লাবিত এলাকায় স্বেচ্ছাসেবকেরা খাদ্য বিতরণ করছেন, ২০শে অগাস্ট, ২০২১ ছবি, রিজওয়ান তাবাস্সুম-এএফপি


বুধবার, জাতিসংঘের নতুন প্রকাশিত রিপোর্টে বলা হয়, যে বিগত ৫০ বছরে, চরম আবহাওয়াজনিত দুর্যোগের ঘটনা ৫ গুন বৃদ্ধি পেয়েছে, তবে ঐসব দুর্যোগের সঙ্গে জড়িত মৃত্যুর সংখ্যা কমেছে I

জাতিসংঘের আবহাওয়া ও পরিবেশ এজেন্সী, ওয়ার্ল্ড মেটিওরোলজিকাল অর্গানিজশনের কর্মকর্তারা জেনিভার সদর দপ্তরে এক সম্মেলনে এই তথ্য প্রকাশ করেনI রিপোর্টে বলা হয়, বিগত ৫ দশকে গড়ে প্রতিদিন ১টি করে আবহাওয়া সম্পর্কিত দুর্যোগের ঘটনা লিপিবদ্ধ করা হয়, যাতে প্রতিদিন ১১৫ জনের মৃত্যু ও ২০ কোটি ২০ লক্ষ ডলার ক্ষয়ক্ষতির কথা জানানো হয়I

দুর্যোগের ঝুঁকি নিরসন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি,মামি মিজুতোরি সাংবাদিকদের জানান যে এই রিপোর্টটি অত্যন্ত উদ্বেগজনকI তিনি জানান, বিগত জুলাই মাসটি ছিল রেকর্ডকৃত উষ্ণতম মাস, যেখানে আমরা দেখেছি বিশ্বজুড়ে একাধারে শৈত্যপ্রবাহ ও ভয়াবহ বন্যা I সমীক্ষায় জানানো হয়, বার বার দুর্যোগ আবহাওয়া ও তার তীব্রতার কারণে, বহু লোককে দুর্ভোগ পোহাতে হয়েছেI

বিশেষ প্রতিনিধি, মিজুতোরি জানান, গতবছর প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন হয়েছেন ৩ কোটির অধিক লোক, যা প্রায় সংঘাতে গৃহহীন হওয়ার সংখ্যা ছাড়িয়ে যায়I তিনি জানান, চরম দুর্যোগের কারণে প্রতিবছর ২ কোটি ৬০ লক্ষ জনগণ দারিদ্রের মুখে পড়েন এবং এখন কোভিড-১৯মহামারী সেই সংখ্যাকে তীব্রতর করেছেI

XS
SM
MD
LG