অ্যাকসেসিবিলিটি লিংক

দ্বিসাপ্তাহিক লকডাউন আগামী ৩১শে অগাস্ট পর্যন্ত চলবে-মমতা বন্দ্যোপাধ্যায়


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে ঘোষণা করেছেন যে রাজ্যে দ্বিসাপ্তাহিক লকডাউন আগামী ৩১শে অগাস্ট পর্যন্ত চলবে। আগামী কাল ২৯শে জুলাই যে সম্পূর্ণ লকডাউন হবে তা অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। আজ মুখ্যমন্ত্রী তার পরের দিনগুলো ঘোষণা করেন। তিনি বলেছেন, চেষ্টা করা হচ্ছিল যাতে প্রতি শনি-রবিবার লকডাউন করা যায়, কিন্তু এই শনিবার ঈদ পড়েছে, আবার একটি শনিবারে ১৫ই অগাস্ট স্বাধীনতা দিবস পড়ছে, একটি শনিবার রাখি বন্ধন উৎসব হচ্ছে। সুতরাং একটু অদল বদল করে সপ্তাহের অন্য দিনেও লকডাউন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন যে এই লকডাউন প্রক্রিয়া সপ্তাহের মাঝে মাঝে একদিন দু'দিন করে করা হবে এবং সেটা কঠোরভাবে পালন করা হবে। পুলিশকে তিনি কড়া নির্দেশ দিয়েছেন, কোনও রকম ভাবে যেন মানুষ বাড়ির বাইরে বের হতে না পারে সেটা দেখতে। মমতা বন্দ্যোপাধ্যায় একইসঙ্গে জানিয়েছেন যে এ রাজ্যে স্কুল কলেজ সবে ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে সেপ্টেম্বর এর ঠিক করা হবে যে কবে স্কুল কলেজ খুলবে আজ প্রথমে তিনি নবান্নে সাংবাদিক সম্মেলন করে লকডাউন এর দিনগুলো ঘোষণা করেন তার এক ঘণ্টার মধ্যেই আবার দিনগুলো কয়েকটি কয়েকটি বদল এর কথা জানিয়ে দেন। এই লকডাউন অত্যন্ত কঠোর ভাবে সারা রাজ্যে পালন করা হবে।

সরাসরি লিংক


XS
SM
MD
LG