অ্যাকসেসিবিলিটি লিংক

ডব্লিউ-এইচ-ও প্রধান মনে করেন ৩য় ডোজের জন্য অপেক্ষা করা যেতে পারে


জেনিভায় সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, ফাইল ছবি, থম্পসন রয়টার্স
জেনিভায় সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, ফাইল ছবি, থম্পসন রয়টার্স

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডব্লিউ-এইচ-ও প্রধান বিভিন্ন দেশের প্রতি বুস্টার ডোজের ব্যবহার অন্তত আরো ২ মাসের জন্য বিলম্বিত করার অনুরোধ জানিয়েছেন, যাতে করে যেসব দেশ, টিকার কম ডোজ পেয়েছে, তারা আরো পেতে পারেI মহাপরিচালক ড: টেড্রস আঢানম গেব্রেইসাস হাঙ্গেরির রাজধানী, বুদাপেস্ট সফরের সময়ে সাংবাদিকদের বলেন, যেসব দেশে মাত্র ১ বা ২% জনগোষ্ঠী টিকা পেয়েছেন, সেখানেই টিকার হার বাড়ানোর অগ্রাধিকার দিতে হবেI

টেড্রস, বুস্টার শটের কার্যকারিতার বিষয় প্রশ্ন তুলেছেন, "এই বুস্টার টিকা আদৌই কার্যকর কিনা সে ব্যাপারে বিতর্ক রয়েছে "I

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের মধ্যে হাঙ্গেরি হচ্ছে প্রথম দেশ, যারা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মতোই বুস্টার টিকার প্রস্তাব দিয়েছে বা তাদের জনগণের কাছে তৃতীয় ডোজ দেওয়ার পরিকল্পনা করছে।

বিশ্ব খাদ্য সংস্থা গত সপ্তাহে জানায়, তারা মনে করে না, বর্তমানের তথ্যের নিরিখে তৃতীয় ডোজের প্রয়োজনীয়তা আছেI

XS
SM
MD
LG