অ্যাকসেসিবিলিটি লিংক

অ্যাসঞ্জকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে


জাতিসংঘের এক প্যানেল অভিযোগ করেছে যে, উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসঞ্জকে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে। মিঃ অ্যাসঞ্জ বহিঃসমর্পন এড়ানোর জন্য লন্ডনে অবস্থিত একুয়েডোরের দূতাবাসে আশ্রয় নেনে। দূতাবাসের ভেতর থেকে ভিডিওর মাধ্যমে আসাঞ্জ জানান, “তাঁকে যে বেআইনি ভাবে আটক করে রাখা হয়েছে সে বিষয়টি এখন স্থির করার সময় এসেছে। ”

জাতিসংঘ প্যানেলের রিপোর্ট বলা হয়েছে ২০১২ সাল থেকে অ্যাসঞ্জকে বিনা বিচারে আটক রাখা হয়েছে।

প্রায় চার বছর আগে যৌন হয়রানির অভিযোগে তাকে ব্রিটিশ পুলিশ গ্রেপ্তারী পরোয়ানা দিলে অ্যাসঞ্জ লন্ডনে অবস্থিত একুয়েডোরের দূতাবাসে আশ্রয় নেন।

তবে ব্রিটেনের কর্মকর্তারা জাতিসংঘ প্যানেলের ঐ অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

XS
SM
MD
LG