অ্যাকসেসিবিলিটি লিংক

নারী কন্ঠ: ড. নাজমা কবীরের সঙ্গে কথোপকথন


শাগুফতা নাসরিন কুইন

আজকের নারী কন্ঠ অনুষ্ঠানে আপনাদের পরিচয় করিয়ে দেব ড. নাজমা কবীরের সঙ্গে।

please wait

No media source currently available

0:00 0:14:51 0:00
Dr. Nazma Kabir
Dr. Nazma Kabir

​ড. নাজমা কবীর আন্তর্জাতিক উন্নয়ন ক্ষেত্রে প্রায় দু দশকের বেশী সময় ধরে কাজ করেছেন। তিনি বর্তমানে Business and Personal Performance Development Coach হিসেবে কাজ করছেন।

একসময় তিনি Plan International UK প্রতিষ্ঠানে Director of Programmesএর দায়িত্বে ছিলেন ।

বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত সুপরিচিত একটি সংগঠনের নাম হচ্ছে Save the Children Fund। ওই প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় বিভিন্ন দেশে ড. নাজমা কবীর কাজ করেছেন।

Dr. Nazma Kabir 2009 Mozambique Working with Lepra
Dr. Nazma Kabir 2009 Mozambique Working with Lepra

আর একটা সংগঠনের কথা উল্লেখ করতে হয়। LEPRA Health in Action। কুষ্ঠরোগ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম নিয়ে তিনি দক্ষিণ এশিয়া, আফ্রিকা, এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে কাজ করেছেন।

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হচ্ছে Sightsavers International। বাংলাদেশ, পাকিস্তান শ্রী লঙ্কা সহ ক্যারিবীয় এলাকায় তিনি আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

Dr. Nazma Kabir with President of Ireland Michael D Higgins 2012
Dr. Nazma Kabir with President of Ireland Michael D Higgins 2012

​অত্যন্ত গুরুত্বপূর্ণ সব দায়িত্বের মাঝেও তিনি সাংস্কৃতিক চর্চার জন্য সময় করে নেন।

তিনি গান গাইতে, ছবি আকতে পছন্দ করেন।

ড. নাজমা কবীর লন্ডনে থাকেন।

XS
SM
MD
LG