শাগুফতা নাসরিন কুইন
আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব সাংবাদিক ও কলাম লেখক মনিজা রহমানের সঙ্গে।
মনিজা রহমান পড়েছেন অর্থনীতিতে তবেপেশা হিসেবে বেছে নিয়েছিলেন ক্রীড়া সাংবাদিকতাকে। তিনি বর্তমানে কর্মরত আছেন উত্তর আমেরিকা থেকে প্রকাশিত প্রথম আলো পত্রিকায়।
আসুন শোনা যাক তাঁর সঙ্গে আমার কথোপকথন।
বাংলাদেশে, পেশাগত জীবনে, মনিজা রহমান, দৈনিক মানবজমিন, দৈনিক জনকণ্ঠ ও ইন্ডিপেন্ডেন্ট টিভিতে কাজ করেছেন ক্রীড়া সাংবাদিক হিসেবে।
নারীদের জন্য অপ্রচলিত এই পেশায় তাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। তবে তিনি তৃপ্তি পান যে নারী ক্রীড়া সাংবাদিকতায় অগ্রনীদের মধ্যে তিনি একজন।
মনিজা রহমান সবসময়ই লিখতে পছন্দ করতেন। সৃষ্টিশীল লেখার প্রতি তার গভীর আগ্রহ ছিল। প্রায় চার বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। এখন তিনি কবিতা, নাটক, গল্প উপন্যাস, প্রবন্ধ ছাড়াও লিখছেন তাঁর চারপাশের দেখাশোনা ও চেনাজানা জীবন, মানুষ, সমাজ ও প্রকৃতি নিয়ে। তিনি একজনকলাম লেখেক। বর্তমানে কর্মরত আছেন উত্তর আমেরিকা থেকে প্রকাশিত প্রথম আলো পত্রিকায়।
ঢাকায় একুশের বইমেলায় মনিজা রহমানের প্রেমের কবিতার বই- ‘মেয়েটি আজন্ম পতিত থেকে গেল’ স্থান পেয়েছে। এটি তাঁর এগারোতম বই, কবিতার বই হিসেবে দ্বিতীয়। বইটি প্রকাশ করেছে অন্বয় প্রকাশনী।