অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবার ধরিত্রী দিবসে বিশ্বের বহু নেতা ভার্চুয়াল সম্মেলনে ভাষণ দেবেন 


যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত বৃহস্পতিবার, ধরিত্রী দিবসে, বিশ্ব ভার্চুয়াল সম্মেলনে দু ডজনের অধিক বিশ্ব নেতার ভাষণ দেবার কথা রয়েছে, যাদের অন্যতম কয়েকজন শীর্ষ নেতা হচ্ছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বৃটেনের প্রধানমন্ত্রী, বরিস জনসন, জার্মানির চ্যান্সেলর, আঙ্গেলা মের্কেল, ফরাসি প্রেসিডেন্ট, এমানুয়েল ম্যাক্রো, ব্রাজিলের প্রধানমন্ত্রী, জায়ীর বোলসোনারো, ভারতের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী এবং জাতিসংঘ মহাসচিব, আন্তোনিও গুতেরেজI

চীনের পররাষ্ট্র দপ্তরের মতে, প্রেসিডেন্ট শি, এই সম্মেলনে এক অতি গুরুত্বপূর্ণ ভাষণ দিতে চলেছেনI কারণ, চীনই হচ্ছে ২৮% বিশ্বের নিঃসরণ নিয়ে, পৃথিবীর সবচাইতে বৃহৎ গ্রিনহাউস গ্যাস দূষক দেশ, তারপরেই রয়েছে যুক্তরাষ্ট্রের অবস্থানI

বিশ্বের ৪০জন নেতাদের মধ্যে প্রেসিডেন্ট শি অন্যতম, প্রেসিডেন্ট বাইডেন যাঁকে দুদিনের সম্মেলনে আমন্ত্রণ জানানI জলবায়ু বিষয়ে প্রেসিডেন্ট বাইডেনের বিশেষ দূত, জন কেরি, চীনের জলবায়ু বিশেষজ্ঞ, জিয়ে জেনহুয়া'র সঙ্গে সাংহাইয়ে গত সপ্তাহে বৈঠকের পর, প্রেসিডেন্ট শি সম্মেলনে ভাষণ দিতে সম্মত হনI

হোয়াইট হাউস বুধবার জানায়, প্রেসিডেন্ট বাইডেনের কোনো বিশ্ব নেতার সঙ্গে, দ্বিপাক্ষিক আলোচনার কোনো সম্ভাবনা নেইI

XS
SM
MD
LG