অ্যাকসেসিবিলিটি লিংক

আজকের বিশ্ব সঙ্গীতঃ ফুটবলের উত্তেজনা আর “ওয়েভিং ফ্ল্যাগ্‌”


আজকের বিশ্ব সঙ্গীতঃ ফুটবলের উত্তেজনা আর “ওয়েভিং ফ্ল্যাগ্‌”
আজকের বিশ্ব সঙ্গীতঃ ফুটবলের উত্তেজনা আর “ওয়েভিং ফ্ল্যাগ্‌”

ফুটবল, ফুটবল, আর ফুটবল, চারিদিকে ফুটবলের ধুম পড়েছে। কিছুদিন আগেই বিশ্বকাপ মহিলা ফুটবলে জিতে গেলো জাপান, আর এখন যুক্তরাষ্ট্র এবং সারা বিশ্বেই মৈত্রী খেলা চলছে। অল স্টারের সঙ্গে খেললো ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আর আগামীকাল, শনিবারে, আমাদের এই ম্যারিল্যান্ডেই খেলতে আসছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আর বারসেলোনার দল।

আজকের বিশ্ব সঙ্গীতঃ ফুটবলের উত্তেজনা আর “ওয়েভিং ফ্ল্যাগ্‌”
আজকের বিশ্ব সঙ্গীতঃ ফুটবলের উত্তেজনা আর “ওয়েভিং ফ্ল্যাগ্‌”

চারিদিকে ফুটবল নিয়ে উত্তেজনা। আর সেই উত্তেজনা আপনাদের কাছে পৌঁছে দেয়ার জন্যই আমরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কেনানের সেই গান যা গত বছরের ফিফা ফুটবলের সময় অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। তখন আপনাদের শুনিয়েছিলাম সোমালিয়ার গায়ক কেনানের সেই গান “ওয়েভিং ফ্ল্যাগ্‌।” তার সঙ্গে তাল মিলিয়েছিলেন স্পেইনের দাভিদ বিসবাল। আজ আপনারা শুনবেন সেই একই গান। কিন্‌তু এতে কেনানের সঙ্গে আছেন লেবাননের বিখ্যাত গায়িকা ন্যানসি আজরাম।

শুনছেন, “ওয়েভিং ফ্ল্যাগ্‌”।

XS
SM
MD
LG