অ্যাকসেসিবিলিটি লিংক

নতুন ভাইরাস প্রকরণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে সতর্কতা


ভ্রমণ বিষয়ে নতুন নিষেধাজ্ঞা আরোপের পর জোহানেসবার্গে বিমান বন্দরে পারিসগামী ফ্লাইট ধরার জন্য জনতার ভীড়, ২৬শে নভেম্বর, ২০২১, ছবি/জেরোম ডিলে/এপি
ভ্রমণ বিষয়ে নতুন নিষেধাজ্ঞা আরোপের পর জোহানেসবার্গে বিমান বন্দরে পারিসগামী ফ্লাইট ধরার জন্য জনতার ভীড়, ২৬শে নভেম্বর, ২০২১, ছবি/জেরোম ডিলে/এপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, জো বাইডেন ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র সোমবার থেকে দক্ষিণ আফ্রিকা ও অন্য ৭টি দেশের সঙ্গে ভ্রমণ নিষিদ্ধ করতে যাচ্ছেI

যুক্তরাষ্ট্রে আসার আগে যুক্তরাষ্ট্রের নাগরিক নন, এমন যে কোনো ব্যক্তি ১৪ দিন ধরে এই ৮টি দেশের কোন একটিতে যদি অবস্থান করে থাকেন, তা’হলে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে নাI তবে এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নাগরিক ও বৈধস্থায়ী বাশিন্দাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়I তবে সকল আন্তর্জাতিক ভ্রমণকারীর মত তাদেরকেও ভ্রমণের আগে কভিড-১৯ পরীক্ষায় "নেগেটিভ স্ট্যাটাস" বলে প্রমাণ করতে হবেI

করোনার নতুন প্রকরণ অমিক্রন, সম্পর্কিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা:

প্রেসিডেন্ট বাইডেন চিকিৎসা বিষয়ে তাঁর শীর্ষ পরামর্শক, ড: অ্যান্টনি ফাউচি'র সঙ্গে সলা-পরামর্শের পর শুক্রবার এই ঘোষণা দিয়েছেনI দক্ষিণ আফ্রিকা ছাড়া, অন্যান্য দেশগুলো হচ্ছে বোতসোয়ানা, জিম্বাবুয়ে, নামিবিয়া, লেসোথো, এসওয়াটিনি, মোজাম্বিক এবং মালাবীI

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO নতুন প্রকরণ B.1.1.529 বা অমিক্রন প্রকরণকে উদ্বেগজনক চিহ্নিত করার পর, প্রেসিডেন্ট বাইডেন এই ব্যবস্থা নেয়ার কথা জানানI

তাঁর ঘোষণায় বাইডেন বলেন, আমেরিকানদের জন্য তাঁর দুটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে: "যারা দুটো টিকা নিয়েছেন, তারা যথাসময়ে বুস্টার ডোজ নিন এবং যারা এখনো পুরোপুরি টিকা নেন নি, আজই টিকা নিন"I

অমিক্রন এ যাবৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO কর্তৃক শনাক্ত পঞ্চম প্রজাতির প্রকরণI দক্ষিণ আফ্রিকায় এটিকে প্রথম শনাক্ত করা হয়, যেখানে এই প্রকরণপ্রচন্ড হারে বৃদ্ধি পাচ্ছেI

এই ভাইরাস প্রোটিনে ৩০ ধরণের রূপান্তর আনতে পারে এবং বিজ্ঞানীরা উদ্বিগ্ন যে যার মধ্যে কতগুলো পরিবর্তন এই ভাইরাসকে সহজেই সংক্রমণযোগ্য করতে পারেI তবে বিজ্ঞানীদের কাছে অমিক্রন একেবারেই অজানা, তাই এটা যে বেশি পরিমাণে সংক্রমণযোগ্য বা বিপদজ্নক, তা তারা এখনো জানেন নাI

নতুন প্রকরণ সম্পর্কিত উদ্বেগ শুক্রবার বাণিজ্যিক বাজারকে প্রভাবিত করেএবং তার ফলে তেলের দাম ব্যারেল প্রতি ১০ ডলার কমে যায়।

WHO জানিয়েছে এই নতুন প্রকরণের স্বভাব বুঝতে কয়েক সপ্তাহ সময় লেগে যাবে এবং ভ্রমণ নিষেধাজ্ঞার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেI WHO 'র জরুরি বিষয় পরিচালক, মাইক রায়ান অকস্মাত্ যাতে চমকে উঠতে না হয়তাই আগে ভাগেই ব্যবস্থা নেয়ার আহ্বান জানানI

অমিক্রন ভাইরাসের প্রকরণ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে বেলজিয়াম, ইসরাইল, বোতসোয়ানা এবং হংকংয়েI দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডস‘এআসা বহু বিমান যাত্রী প্রাথমিকভাবে করোনাভাইরাসে পজিটিভ বলে সনাক্ত হন।

XS
SM
MD
LG