অ্যাকসেসিবিলিটি লিংক

স্বাধীন মত প্রকাশের পরিধি ছোট হয়ে আসছে- মন্তব্য প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী'র


স্বাধীন ও মুক্তচিন্তার মানুষদের উপরে একের পর এক আঘাত আসছে, অথচ অপরাধীদের বিচার না হওয়ার কারণে পরিস্থিতি দিনে দিনে বিপজ্জনক হচ্ছে। আর এমন পরিস্থিতিতে মুক্তচিন্তা ও স্বাধীন মত প্রকাশের পরিধি ছোট হয়ে আসছে-এমনটাই মনে করেন প্রবীণ শিক্ষাবিদ এবং মুক্তমনা চিন্তাবিদ প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী।

ভয়েস অফ আমেরিকাকে সর্বসাম্প্রতিক প্রকাশক হত্যা এবং দু’জন ব্লগারসহ একজন প্রকাশককে হত্যা চেষ্টার ফলে সৃষ্ট পরিস্থিতির বিশ্লেষণ করেছেন প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী। প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী মনে করেন, পরিস্থিতির ভয়াবহতাকে গুরুত্বের সাথে বিবেচনা করে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে জরুরি ভিত্তিতে। তা না হলে যে বিপজ্জনক অনিশ্চিত পথে আমাদের ঠেলে দেয়া হচ্ছে, তা আরও জটিল রূপ ধারণ করবে।ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG