অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ইয়েমেন থেকে তাদের কর্মীদের প্রত্যাহার করেছে


An injured girl reacts as she is carried by a man out of a mosque which was attacked by a suicide bomber in Sanaa, Yemen, March 20, 2015.
An injured girl reacts as she is carried by a man out of a mosque which was attacked by a suicide bomber in Sanaa, Yemen, March 20, 2015.

যুক্তরাষ্ট্র ইয়েমেন থেকে তাদের সকল কর্মীকে প্রত্যাহার করেছে। এর একদিন আগে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত রাজধানী সানায় দুটি মসজিদে আত্মঘাতী বোমা হামলাকারীরা আক্রমণ চালিয়ে ১৩৭জনকে হত্যা করে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর শনিবার এক বিবৃতিতে বলেছে ইয়েমেনে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে অস্থায়ী ভাবে কর্মীদের সরানো হয়েছে।

দক্ষিণে আল আনাদ বিমান ঘাটিতে মোতায়েন ছিল আমেরিকার বিশেষ বাহিনীর ১০০ সদস্য। সেখান থেকে ইয়েমেনের ভেতরে আল কায়েদার লক্ষ্যস্থলে যুক্তরাষ্ট্রের বাহিনী ড্রোন আক্রমণ চালিয়েছে।

XS
SM
MD
LG