অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাস্ট্রের ড্রোন আক্রমণে আল কায়েদা’র উপ প্রধান নাসির আল উহায়শি নিহত


আল কায়েদা কর্তৃপক্ষ বলেছে আল কায়েদা’র উপ প্রধান ও এর শক্তিশালী ইয়েমেন শাখার প্রধান নাসির আল উহায়শি যুক্তরাস্ট্রের ড্রোন আক্রমণে নিহত হয়েছে।

এক ভিডিও বার্তায় আল কায়েদা জানিয়েছে শুক্রবার ইয়েমেনের দক্ষিন পূর্ব অঞ্চলের বন্দর শহর মুকাল্লায় ড্রোন হামলায় উহায়শি ও আরো দুইজন নিহত হন। ঐ ভিডিও বার্তায় কাশিম আল রিমি’কে আরব উপদ্বীপে আল কায়েদার নতুন প্রধান হিসাবে ঘোষণা করা হয়।

যুক্তরাস্ট্রের কর্মকর্তারা জানান উহায়শির মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করছেন তারা। উহায়শি ছিলেন আয়মান আল জাওয়াহিরির পরেই আল কায়েদার দ্বিতীয় প্রধান নেতা ও ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ জন।

২০০৯ সালে আল কায়েদা অব এ্যারাবিয়ান পেনিনসুলা বা AQAP এর প্রধান ঘোষণার করা হয় তাকে। সেই থেকে আল কায়েদার সবচে৭য়ে ভয়াবহঅংশ হয়ে ওঠে AQAP। যুক্তরাস্ট্র উহায়শি সম্পর্কে তথ্য পদানে সহায়তা করার ব্যাপারে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল।

XS
SM
MD
LG