অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনের সেবায় এগিয়ে আসুন/বিশ্ব খাদ্য কর্মসূচি প্রধান 


সীমাহীন সহিংসতা এবং মারণাত্মক করোনা মহামারি কারণে, লক্ষ লক্ষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ইয়েমেনি জনগণ, আজ দুর্ভিক্ষের প্রান্তেI বিশ্ব খাদ্য কর্মসূচি প্রধান, জন বিজলি, বৃহস্পতিবার নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ার পর, প্রথমেই ইয়েমেনের কথা উল্লেখ করে, দেশটির জনগণের সেবায় সাহায্যের আকুল আবেদন জানানI
সৌদি সমর্থিত প্রেসিডেন্ট মনসুর হাদি এবং ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ৬ বছরের গৃহযুদ্ধ দিয়েছে দেশে অনিশ্চয়তা, দুর্ভোগ, ক্ষুধা আর দারিদ্রI এই পরিস্থিতি এখন আরো ভয়াবহ আকার ধারণ করেছে কারণ, রক্ষণশীল ইয়েমেনি সমাজে মহিলারা চাকুরী করার সুযোগ থেকে বঞ্চিত হয়ে থাকেন I

XS
SM
MD
LG