অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনের সংঘাত নিরসনে জাতিসংঘের শান্তি পরিকল্পনা মেনে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী


ইয়েমেনের সংঘাত নিরসনে জাতিসংঘের শান্তি পরিকল্পনা মেনে নিয়েছে সাবেক ইয়েমেনী প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর দল ও শিয়া হৌতি গোষ্ঠী।

দুই গোষ্ঠিই বুধবার জানিয়েছ তারা জাতিসংঘ মহাসচিব বান কি মুনের প্রস্তাবে রাজী এবং শান্তি আলোচনায় বসবে। গত মাসে ওমানে ৭ দফা যে শান্তি প্রস্তাব দেয়া হয়েছিল তা তারা মানবে বলে জানিয়েছে এক বার্তায়।

ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দু রাবু মানসুর হাদি বলেছেন ঐ শান্তি আলোচনার আগে হৌতি বিদোহীদেরকে যে যে স্থানে তারা দখলদারিত্ব নিয়েছ সেখান থেকে সরে যেতে হবে।

XS
SM
MD
LG