সোমবার সুইটজারল্যান্ডে বিবদমান ইয়েমেনী উপদলগুলোর মধ্যে জাতিসংঘের নেতৃত্বে শান্তি আলোচনা শুরু হয়। ওদিকে সৌদী নেতৃত্বে কোয়ালিশন গত রাতে রাজধানী সানায় বিমান আক্রমণ অব্যাহত রাখে।
জাতিসংঘের মহাসচীব বান কি মুন, পবিত্র রামজান উপলক্ষ্যে, সরকারি বাহিনী ও বিদ্রোহীদের প্রতি অন্তত দু সপ্তাহের জন্য মানবিক অস্ত্র বিরতি পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন এই পবিত্র মাসে ঐক্য, শান্তি এবং পারস্পরিক সহযোগিতার চর্চা করা উচিত। এ সপ্তাহে পরে রামজান শুরু হবে।
মি: বান জিনিভায় ওই বক্তব্য রাখেন। সেখানে তার ইয়েমেন বিষয়ক দূত ইসমাইল ওল্ড শেখ আহমেদ, প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদীর নির্বাসিত সরকার ও হুথি বিদ্রোহীদের প্রতিনিধি দলের সঙ্গে পৃথক বৈঠক করার কথা রয়েছে। হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী নিয়ন্ত্রণ করে।